Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৩

পেট্রোবাংলা’র শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩ অর্জনকারীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ


প্রকাশন তারিখ : 2023-06-25

২১ জুন, ২০২৩ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর বোর্ড রুমে পেট্রোবাংলা’র শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আওতায় “শুদ্ধাচার পুরষ্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১” অনুযায়ী গঠিত শুদ্ধাচার পুরষ্কার প্রদান সংক্রান্ত বাছাই কমিটির সুপারিশের আলোকে সংস্থার গ্রেড-২ হতে গ্রেড-৯ ভুক্ত ২ জন কর্মচারী (যৌথভাবে), গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ভুক্ত ২ জন কর্মচারী (যৌথভাবে), গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত ৩ জন কর্মচারী (যৌথভাবে) এবং আওতাধীন মাঠপর্যায়ের কোম্পানিসমূহের প্রধান ক্যাটাগরিতে ২ জন ব্যবস্থাপনা পরিচালকসহ পুরষ্কার প্রাপ্ত ৯ জন কর্মচারীর মধ্যে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রাপ্তদের মধ্যে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র বিতরণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) ও মহাব্যবস্থাপকবৃন্দ, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানি প্রধানগণ, পেট্রোবাংলার এপিএ এবং এপিএ‘র সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদন ক্ষেত্রের অধীন ৫টি বিষয়ের ফোকাল পয়েন্ট/টিম লিডার/আহবায়ক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওতাধীন মাঠপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের প্রধানদের মধ্য হতে যথাক্রমে ১) জনাব যাবেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড ও ২) জনাব মো: মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, সংস্থার গ্রেড-২ হতে গ্রেড-৯ ভুক্ত কর্মচারীদের মধ্য হতে যথাক্রমে ১) বেগম ফারহানা শাওন, মহাব্যবস্থাপক, অনুসন্ধান বিভাগ ও ২) জনাব এম নাসিমুল আলীম, উপ-মহাব্যবস্থাপক, ভিজিলেন্স ডিপার্টমেন্ট, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ভুক্ত কর্মচারীদের মধ্য হতে যথাক্রমে ১) জনাব মো: মুনজুর রহমান, ইউডিএ, বোর্ড ডিপার্টমেন্ট ও ২) জনাব মো: জুলিয়ান, ইউডিএ, সংস্থাপন বিভাগ এবং গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত কর্মচারীদের মধ্য হতে যথাক্রমে ১) জনাব মো: ফজল আহমেদ, অফিস সহায়ক, চেয়ারম্যান এর দপ্তর, ২) জনাব মো: জাকির হোসেন, অফিস সহায়ক, অপারেশন এন্ড মাইন্স পরিদপ্তর ও ৩) জনাব ইলিয়াস হোসেন, এমএলএসএস, প্রশাসন বিভাগ, পেট্রোবাংলা শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত হয়েছেন।