Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২০

মধ্যপাড়া খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু।


প্রকাশন তারিখ : 2020-09-24

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)-এর সাথে চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃক ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির মধ্যে জিটিসি গত ১৩ আগস্ট ২০২০ তারিখ থেকে এক শিফটে এবং ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত দুই শিফটে খনি হতে পাথর উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছে। এ যাবৎ দুই শিফটে গড়ে দৈনিক ৩,৫০০ মেট্রিক টন পাথর উৎপাদন করা হয়েছে। তিন শিফটে খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম শুরু হলে দৈনিক গড়ে ৫,০০০- ৫,৫০০ মেট্রিক টন পাথর উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা যায়।

উৎপাদিত পাথরসমূহ বর্তমানে সরকারের মেগাপ্রকল্প সমূহ যেমনঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, সাসেক-১ ও সাসেক-২ প্রকল্প, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের বিভিন্ন প্রকল্পসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দৈনিক গড়ে ৪,৫০০ মেট্রিক টন পাথর সরবরাহ করা হচ্ছে এবং বাজারে মধ্যপাড়া খনি হতে উত্তোলিত পাথরের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পাথর বিক্রয় এবং সরবরাহের হারও অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।