Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২৩

পেট্রোবাংলার জাতীয় শোক দিবস পালন


প্রকাশন তারিখ : 2023-08-16

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পেট্রোবাংলার পক্ষ থেকে এর চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এর নেতৃত্বে ১৫ আগস্ট মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর পূর্বে সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার রাজধানীর কাওরানবাজারস্থ পেট্রোবাংলা প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দ এবং সংস্থার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। সভার শুরুতে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো: শাহীনুর রহমান, পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) প্রকৌশলী মো: কামরুজ্জামান খান, পরিচালক (পরিকল্পনা) জনাব মো: আব্দুল মান্নান পাটোয়ারী, পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি জনাব শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (কন্ট্রাক্ট), শাহানা বেগম, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) এবং পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন এর সভাপতি জনাব মো: সাহেব আলী। সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইটির রিভিউ এবং অংশবিশেষ উপস্থাপন করেন বেগম ফিরোজা বেগম সিরাজী, উপব্যবস্থাপক (রিজার্ভয়ার এন্ড ডাটা ম্যানেজমেন্ট), আমার দেখা নয়াচীন বইটির রিভিউ এবং অংশবিশেষ উপস্থাপন করেন জনাব সুমন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (রিজার্ভয়ার এন্ড ডাটা ম্যানেজমেন্ট) এবং কারাগারের রোজনামচা বইটির রিভিউ এবং অংশবিশেষ উপস্থাপন করেন নওরীন বিনতে হাবিব, সহকারী ব্যবস্থাপক (প্লানিং এন্ড মনিটরিং), পেট্রোবাংলা। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। সকল অনুষ্ঠানে পেট্রোবাংলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।