Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২৪

৩ মার্চ, ২০২৪ তারিখ ERP বিষয়ে Knowledge Sharing Programme অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-03-03

                                                                 

 

৩ মার্চ, ২০২৪ তারিখ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র ড. হাবিবুর রহমান অডিটরিয়ামে Knowledge Sharing Programme অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলা’র পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত Programme-এ প্রধান অতিথি হিসেবে পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন। উক্ত Programme-এ ‘Enterprise Resorce Planning (ERP) System and Application’ এর ওপর Knowledge Share করেন জনাব প্রবীর দত্ত, ব্যবস্থাপক (Desktop and Network Support), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।