এখন থেকে তিতাস গ্যাসের আবাসিক সংযোগের বিল বিকাশে পরিশোধ করা যাবে। ফলে রাজধানী ঢাকাসহ আশপাশের ১১টি জেলার তিতাস গ্যাসের প্রায় ২৯ লাখ আবাসিক গ্রাহক যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে সহজে, নিরাপদে, মুহূর্তেই বিল পরিশোধ করতে পারবেন। মাসিক হারে বিল পরিশোধ এবং মিটার ব্যবহারকারী উভয় গ্রাহকই বিকাশ দিয়ে বিল পরিশোধ করতে পারবেন।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের যে বিশাল সংখ্যক গ্রাহক তিতাস গ্যাসের সেবা ব্যবহার করেন, তারা বাসার বাইরে না গিয়ে, লাইনে না দাঁড়িয়ে গ্যাস বিল পরিশোধের সুযোগ পাবেন। বিশেষ করে করোনাকালীন এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেও নিরবচ্ছিন্ন গ্যাস সেবা ব্যবহার করা আরো সহজ হবে।
বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে। মাসিক হারে বিল পরিশোধ করেন যারা তারা নন-মিটারড নির্বাচন করবেন। এরপর মাস নির্বাচন করতে হবে। গ্রাহক চাইলে একসঙ্গে ১২ মাস পর্যন্ত একবারে নির্বাচন করে বকেয়া বিল পরিশোধের সুযোগ পাবেন। এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।
মিটারড গ্রাহকরা মিটারড নির্বাচন করার পর তিতাস কাস্টমার নম্বর এবং ইনভয়েস নম্বর দেবেন। পরের ধাপে টাকার পরিমাণ ও বিকাশ পিন দিয়ে বিল প্রদান সম্পন্ন করতে পারবেন। বিলের পরিমাণের সঙ্গে ১ শতাংশ হারে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে। —বিজ্ঞপ্তি