সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর রশিদপুর-২নং কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস স্তরের সন্ধান পাওয়া গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। গ্যাসের বর্তমান ভারিত গড় মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ১০৬৭০ কোটি টাকা ।