Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

পেট্রোবাংলা এবং HSBC এর মধ্যে ক্লিন ইমপোর্ট ঋণ চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2020-08-25

 

 

২৫ আগস্ট, ২০২০খ্রি: তারিখ মঙ্গলবার পেট্রোবাংলার বোর্ড রুমে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং The Hongkong and Shanghai Banking Corporation Limited (HSBC) এর মধ্যে আমদানিকৃত এলএনজি'র বিল নির্ধারিত সময়ে পরিশোধের নিশ্চয়তা বিধানকল্পে Clean Import Loan (CIL) in United States Dollar (USD) শিরোনামে একটি ঋণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব এ বি এম আবদুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে HSBC এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব মো: মাহবুব উর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং HSBC এর পক্ষে ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জিসান সামসাদ এবং সিএমবি ডকুমেন্টেশন এন্ড সিটিবি ম্যানেজার ফাহাদ আজিম ঋণ চুক্তিপত্রটি স্বাক্ষর করেন।