৬ মার্চ, ২০২৪ তারিখ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র ড. হাবিবুর রহমান অডিটরিয়ামে পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিসমূহের সেবা গ্রহণকারীদের মধ্যে অত্র সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলা’র পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। উক্ত গণশুনানিতে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, আওতাধীন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলার বিভিন্ন বিভাগ/ডিপার্টমেন্ট প্রধান, জিএসবি, বিএমডি, হাইড্রোকার্বন ইউনিট, বিস্ফোরক পরিদপ্তর, বিপিসি, বিপিআই, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের নৈতিকতা কমিটি, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, সিএনজি ফিলিং স্টেশন এ্যাসোসিয়েশন, বিতরণ কোম্পানিসমূহের বিভিন্ন শ্রেণির গ্রাহক ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।