১ জানুয়ারি, ২০২৪ তারিখ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র বোর্ড রুমে ইংরেজি নববর্ষ 2024 উপলক্ষ্যে পেট্রোবাংলার সর্বস্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। পেট্রোবাংলা’র পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং সবাইকে নিয়ে কেক কাটা হয়। এছাড়াও পৃথক আরেকটি অনুষ্ঠানে পেট্রোবাংলার কর্মচারী ইউনিয়ন সর্বস্তরের কর্মচারীদের নিয়ে কেক কেটে ইংরেজি নববর্ষ 2024 উদযাপন করে।