Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন


প্রকাশন তারিখ : 2023-12-21

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-তে ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়। সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার-এর নেতৃত্বে সংস্থার পক্ষে জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেট্রোবাংলা প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন, পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন এবং পেট্রোবাংলা কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (কেসাক্রীপ)-এর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তিতে, পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটরিয়াম-এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন, পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন এবং পেট্রোবাংলা কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (কেসাক্রীপ)-এর সভাপতি জনাব শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (কন্ট্রাক্ট) এবং পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি জনাব শেখ মো: সাহেব আলী। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) জনাব রুচিরা ইসলাম ও তাঁর দল, কবিতা আবৃত্তি করেন বেগম ফিরোজা সিরাজী, উপব্যবস্থাপক (রিজার্ভয়ার এন্ড ডাটা ম্যানেজমেন্ট) ও জনাব বিশ্বজিৎ সাহা, মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল), একক সংগীত পরিবেশন করেন জনাব রূপক পাল, সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং বিভাগ) ও জনাব বিশ্বজিৎ সাহা, মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল)। পেট্রোবাংলার চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।