Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০২২

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) ও DMT Consulting Limited-এর মধ্যে “প্রিলিমিনারী স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন ওর ডিপোজিট অ্যাট হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ” শীর্ষক চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2022-07-25

২৫ জুলাই, ২০২২খ্রি: তারিখ সোমবার পেট্রোবাংলার বোর্ড রুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এবং DMT Consulting Limited এর মধ্যে “প্রিলিমিনারী স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন ওর ডিপোজিট অ্যাট হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ” শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনাব নাজমুল আহসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, DMT Consulting Limited এর ব্যবস্থাপনা পরিচালক Dr Vassilis Roubos সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর পক্ষে কোম্পানী সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং DMT Consulting Limited এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক Dr Vassilis Roubos চুক্তিটি স্বাক্ষর করেন । উল্লেখ্য, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় একটি লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায়। প্রাথমিকভাবে ৫.০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন Iron Ore মজুদ রয়েছে মর্মে ধারণা করা হয়। প্রাপ্ত Iron Ore সমৃদ্ধ শিলার গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। লৌহ আকরিক সমৃদ্ধ শিলা স্তরে Iron Ore এর পরিমাণ প্রায় ৫০ শতাংশ। এই শিলা স্তর সমূহের গড় পুরুত্ব ৬৮ মিটার। পরবর্তীতে আলিহাট আয়রন ওর (Ore) ক্ষেত্রের ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বিসিএমসিএল-কে প্রদান করা হয়। এ প্রেক্ষিতে বিসিএমসিএল কর্তৃক ৬ বর্গ কিলোমিটার এলাকায় একটি প্রিলিমিনিয়ারি স্টাডি করা হবে। উক্ত স্টাডি প্রতিবেদনের ভিত্তিতে Iron Ore এর মজুদ পর্যাপ্ত এবং অর্থনৈতিকভাবে লাভজনক বিবেচিত হলে পরবর্তীতে মাইনিং করার লক্ষে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।