Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৪

নববর্ষ-১৪৩১ উদযাপন


প্রকাশন তারিখ : 2024-04-22

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-তে ২১ এপ্রিল, ২০২৪ তারিখে ড. হাবিবুর রহমান অডিটরিয়াম-এ বাংলা নববর্ষ-১৪৩১ বরণ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলা কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (কেসাক্রীপ) কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন কেসাক্রীপ-এর প্রধান পৃষ্ঠপোষক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার।

অনুষ্ঠানের শুরুতে পেট্রোবাংলার চেয়ারম্যান এবং তাঁর সহধর্মীনিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিকল্পনা কৌশল বিভাগের মহাব্যবস্থাপক জনাব বিশ্বজিৎ সাহার নেতৃত্বে বৈশাখী দলীয় সংগীত পরিবেশন করেন বেগম শাম্মী আক্তার, বেগম সাবিনা আক্তার রুনা, বেগম রাবেয়া কিবরিয়া তাপসী, জনাব মিঠু কুমার দাস, জনাব রূপক পাল, জনাব প্রভাত কুসুম বড়ুয়া এবং উজ্জলা হালদার। কবিতা আবৃত্তি করেন মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) জনাব মো: ইমাম উদ্দিন শেখ ও উপ-ব্যবস্থাপক (হিসাব) বেগম রাবেয়া কিবরিয়া তাপসী। নৃত্য পরিবেশন করেন অনুসন্ধান বিভাগের ব্যবস্থাপক বেগম শাম্মী আক্তারের কন্যা শ্রেষ্ঠা। একক সংগীত পরিবেশন করেন জনাব রূপক পাল, সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং বিভাগ), জনাব প্রভাত কুসুম বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (অর্থ), জনাব মিঠু কুমার দাস, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও জনাব বিশ্বজিৎ সাহা, মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল)। এছাড়াও ঋষভ সংগীত অঙ্গনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছায়া কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব আবরার খান হৃদম, বাউল খালেক সংগীত পরিবেশন করেন। বাঁশি বাজান বংশীবাদক জনাব মো: নাসির ও তাঁর দল। পেট্রোবাংলার চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেগম ফিরোজা সিরাজী, উপ-ব্যবস্থাপক, রিজার্ভয়ার এন্ড ডাটা ম্যানেজমেন্ট, পেট্রোবাংলা।